পদোন্নতি পেলেন সেই আলোচিত পুলিশ কর্মকর্তা শেখ নাজমুল আলম।

0

FB_IMG_1571929986788

মাহমুদ ফয়সাল: পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক পদে পদন্নোতি পেয়েছেন সৎ, সাহসী ও সাদামনের মানুষ হিসেবে পরিচিত, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত যুগ্ম কমিশনার শেখ নাজমুল আলম।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১-এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উপ-পুলিশ মহাপরিদর্শক পদে শেখ নাজমুল আলমসহ ৮ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য: বর্তমান উপ-পুলিশ মহাপরিচালক শেখ নাজমুল আলম বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে নানান মানবিক কাজের কারণে বেশ আলোচিত হয়েছেন। গত পবিত্র ঈদ-উল-ফিতরে (রমজানের ঈদ) বোনাসের সব টাকা দিয়ে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় বাছট গ্রামের ‘বাছট বৈলতলা মুকদমপাড়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা’র দরিদ্র শিক্ষার্থী, এতিম বাচ্চা ও মাদ্রাসার সকল শিক্ষকদের ঈদের নতুন পোশাক উপহার দেন। যা সামাজিক মাধ্যমে বেশ সাড়া পেলে।

পদোন্নতি পাওয়া অন্য পুলিশ কর্মকর্তারা হলেন—

জনাব নিশারুল আরিফ, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক, রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী।
জনাব মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদপ্তর, ঢাকা।
জনাব সালেহ্ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক, রেঞ্জ ডিআইজির কার্যালয়, ঢাকা।
জনাব, মোঃ আব্দুল কুদ্দুস আমিন, যুগ্ম পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
জনাব মোঃ হারুন-অর-রশিদ, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক, এন্টি টেররিজম ইউনিট, বাংলাদেশ পুলিশ ঢাকা।
জনাব এ জেড এম নাফিউল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক, বিশেষ শাঁখা (এসবি), বাংলাদেশ পুলিশ, ঢাকা।
জনাব মোঃ আবুল ফয়েজ, অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক, রেঞ্জ ডিআইজির কার্যালয়, চট্টগ্রাম।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *