পাকিস্তানে চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন; নিহতের সংখ্যা বেড়ে ৬৫

0

IMG_20191031_120450
ছবি: সামা টিভি

পাকিস্তানে চলন্ত ট্রেনে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী চলন্ত ট্রেনে রান্নার জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।

দেশটির জেলা পুলিশ কর্মকর্তা আমির তৈমুর খান বলেন, তেজগাম এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন লেগেছে। ৬২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

পাকিস্তানের সংবাদমাদ্যম ডন এর খবরে বলা হয়,আগুনে ট্রেনের তিনটি বগি পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় প্রাণে বাঁচতে অনেক যাত্রী চলন্ত ট্রেন থেকেই লাফ দেন। দমকল ও উদ্ধারকর্মীদের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করে।

এ দুর্ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান শোক প্রকাশ করে নিহতের পরিবারদের সমবেদনা জানিয়েছেন। আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *