পিকআপের ধাক্কায় স্ত্রী পরপারে, ডাক্তার হাসপাতালে

0
65

65

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে পিকআপের ধাক্কায় ফাতিমা খাতুন (৩০) নামে মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। তিনি স্থানীয় কুমিরা নওয়াকাটি গ্রামের ডা. আজিজুর রহমানের স্ত্রী। বুধবার সকাল ৮টার দিকে কুমিরা কদমতলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের স্বামী, মোটরসাইকেল চালক ডা. আজিজুর রহমান মারাত্মক আহত হয়েছেন। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এই ডাক্তার দম্পতি সাতক্ষীরা থেকে মোটরসাইকেল যোগে কুমিরায় নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কদমতলা নামকস্থানে পৌঁছালে পেছন দিক থেকে খুলনাগামী একটি পিকআপ তাদেরকে ধাক্কা দেয়। এতে দু’জনই রাস্তায় ছিটকে পড়েন। এরমধ্যে এ ঘটনায় স্ত্রী ঘটনাস্থলেই মারা যান, স্বামীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জাগো নিউজকে বলেন, মরদেহটি উদ্ধার ও আহতকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঘাতক পিকআপ ভ্যানটিককে আটক করা সম্ভব হয়নি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *