পিপলস লিজিং কোম্পানীর বিভিন্ন প্রকার হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

0
01000000000000

01000000000000

স্টাফ রিপোর্টার: রবিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে পিপলস লিজিং এন্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিঃ কোম্পানীর আমানতকারীদের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কোম্পানীর বিভিন্ন প্রকার হয়রানী তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী আমানতকারীদের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আতিকুর রহমান আতিক।

তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সপ্রাপ্ত ও স্ট্রক এক্সেচেঞ্জ-এ নিবন্ধিত একটি প্রতিষ্ঠান পিপল্স লিজিং এন্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিঃ কোম্পানী। উক্ত প্রতিষ্ঠানে প্রায় ৬ হাজার ব্যক্তি ও ক্ষুদ্র আমানতকারী তাদের সি ত ও কষ্টার্জিত ৭শত কোটি টাকা আমানত হিসেবে জমা রেখেছিলেন। কিন্তু বিগত প্রায় ৭ মাস যাবত পিপল্স লিজিং কোম্পানী হতে আমানতকারীগণ তাদের সি ত অর্থ ফেরত পাচ্ছে না এবং গচ্ছিত আমানতের উপর কোন মুনাফাও পাচ্ছে না। ফলে আমানতকারীগণ ও তাদের পরিবারের সদস্যরা অনিশ্চিত জীবন-যাপন করছে।

তিনি জানান, এই টাকা থেকে অনেকের পরিবারের ব্যায় নির্বাহ, সন্তানদের লেখাপড়া ও চিকিৎসা চলতো। আজ তা সব বন্ধ হয়ে গেছে। ইতিমধ্যে একজন টাকা ফেরত পাওয়ার অনিশ্চয়তার কারণে হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন। অনেকে অর্থ সংকটে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না আবার অনেক প্রবাসী এখানে সারা জীবনের অর্থ স য় রেখে এখন নিঃস ও অসহায় হয়ে মানবেতর জীবন-যাপন করছেন।

এখানে উল্লেখ থাকে যে, বাংলাদেশ সরকারের ১৯৯৩ইং সালের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্ডিন্যান্স ও নীতিমালা অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানের সঠিক নজরদারী ও তদারকির দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। কিন্তু এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ ও সুষ্ঠু সমাধান কামনা করে বাংলাদেশ ব্যাংকে ৩বার চিঠি দেওয়ার পরেও তারা কার্যত কোন পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। প্রধান সমন্বয়কারী আমানতকারীদের পক্ষে প্রধানমন্ত্রীর নিকট বিভিন্ন আবেদন করেন যার মধ্যে উল্লেখযোগ্য আমানতকারীদের সি ত আমানত দ্রæত ফেরত পাওয়া, পিপলস লিজিংকে অবসায়ন না করে পুনঃ গঠন করে নতুন নামে চালু করা এবং সর্বপরি এই কোম্পানীর সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং তাদের সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দ করা।

উক্ত সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মোঃ আনোয়ারুল হক, কামার আহম্মেদ, প্রশান্ত কুমার দাস, সামিয়া বিনতে মাহবুবসহ অন্যান্য ভুক্তভোগি আমানতকারীগণ। পরিশেষে তারা একই ইস্যুতে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *