প্রধানমন্ত্রী আমার অনুরোধ রেখেছেন

0
Farid-Uddin20170527212119

Farid-Uddin20170527212119

আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ বলেছেন, মূর্তি (ভাস্কর্য) সরিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার অনুরোধ রেখেছেন। শনিবার বাংলাদেশ জমিয়তুল উলামার পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফরীদ উদ্দীন বলেন, স্বীকৃতির জন্য গণভবনে আয়োজিত আলেমদের বৈঠকে প্রধানমন্ত্রীকে যে অনুরোধ করেছিলাম, তা তিনি রক্ষা করেছেন। প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তে দেশের আলেম সমাজ অত্যন্ত আনন্দিত।

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে অল্লামা মাসউদ বলেন, প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, তিনি কথা রেখেছেন। তাই বঙ্গবন্ধুর কন্যাকে দেশের আলেম সমাজের পক্ষ থেকে অভিনন্দন জানাই। অভিন্দন জানায় সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষকেও।

ন্যায়বিচারের প্রতীকের নামে গ্রিক দেবীকে পুনঃস্থাপনের চিন্তা না করার আহ্বান জানিয়ে আল্লামা মাসউদ বলেন, আমরা ভাস্কর্যের বিরোধী নই। তবে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন কোনোভাবেই কাম্য নয়। এরকম যেকোনো কাজে এ দেশের আলেম, ধর্মভীরু মানুষের রুচিবোধের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করা উচিত।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *