প্রবাসীর উদ্যোগে নোবিপ্রবি ভর্তিচ্ছুদের মাঝে পানি ও হালকা খাবার বিতরণ
মাহমুদ ফয়সাল: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ১ ও ২ নভেম্বর দুই দিনব্যাপী ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ৬টি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে নোয়াখালীতে আগত ভর্তিচ্ছু ও অভিভাবকদের মাঝে বেগমগঞ্জ উপজেলার ‘৫নং ছয়ানী ইউনিয়নবাসী’র পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি (বোতলজাত পানি) ও হালকা খাবার বিতরণ করা হয়।
বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের সৌদিআরব প্রবাসী আব্দুল হান্নান মোহনের ব্যক্তিগত উদ্যোগ ও আর্থিক সহযোগিতায় পানি ও হালকা খাবার বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।
ছয়ানীর কৃতি শিক্ষার্থী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলাউদ্দিন রাসেল ও তার সহযোগীদের আন্তরিক প্রচেষ্টায় ও সার্বিক সহযোগিতায় ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের হাতে পানি ও খাবার তুলে দেন।
এমন উদ্যোগের বিষয়ে সৌদিআরব প্রবাসী জনাব আব্দুল হান্নানের কাছে জানতে চাইলে তিনি জানান; কাউকে পানি পান করানো ইসলামে অনেক বড় সওয়াবের কাজ। পাশাপাশি নোয়াখালীর মানুষ যে কতোটা আন্তরিক ও অতিথিপরায়ণ। তা বাংলাদেশের অন্যান্য জেলার মানুষদের কাছে তুলে ধরতেই আমার এই ছোট্ট উদ্যোগ।
উল্লেখ্যঃ এ বছর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ভর্তি যুদ্ধে অংশ নেবে ৬৮ হাজার ৭৪৩ জন শিক্ষার্থী।
কিন্তু এ বিশাল সংখ্যক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের থাকা ও খাওয়ার জন্য বিশ্ববিদ্যালয়টির আশপাশে পর্যাপ্ত ভালো কোনও হোটেলের ব্যবস্থা নেই। তাইতো এর আগেরবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে গিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা বাসটার্মিনাল, রেলস্টেশন ও সড়কে রাত কাটিয়েছেন।
তবে এবার ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আর কষ্ট করতে হচ্ছে না। কারণ বিনামূল্যে তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করেছে নোয়াখালীবাসী।