বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শেখ হাসিনার শ্রদ্ধা

0
c5c0dfce650213c48d6a3fc06c9dfb5f-594c9f9fec447

c5c0dfce650213c48d6a3fc06c9dfb5f-594c9f9fec447

আওয়ামী লীগের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শুক্রবার (২৩ জুন) সকাল ৯টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় দলীয় মন্ত্রিপরিষদের সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
ধানমন্ডি ৩২ এ আ. লীগ নেতাদের শ্রদ্ধা (ছবি: ফোকাস বাংলা)

bbe2bd45bb18e4a758e8918ff0488a5a-594cb9774fda5

প্রসঙ্গত, আজ ২৩ জুন শুক্রবার আওয়ামী লীগের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে আওয়ামী লীগের যাত্রা শুরু। পরিণত হয় দেশের প্রধান রাজনৈতিক দলে। এদেশের আন্দোলন-সংগ্রামের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক দলটি। দেশের স্বাধীনতা অর্জনে আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা পালন করে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় ও তৃণমূল পর্যায়ে দলের নিজস্ব কর্মসূচিও পালিত হবে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *