বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

0

FB_IMG_1575827704478

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুরু হয়ে গেল বিপিএলের জমকালো আয়োজন। পূর্বঘোষিত সময় ৭ টার আগেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসে হাজির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিটে শেখ হাসিনা বঙ্গবন্ধু বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন প্রসঙ্গে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, টুর্নামেন্ট সফল হোক, স্বার্থক হোক এবং উদ্বোধন অনুষ্ঠানের সফলতা কামনা করে আমি বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর উদ্বোধন ঘোষণা করছি।’ তার ঘোষণার পরই টানা পাঁচ মিনিটের আতশবাজি ও ফায়ারওয়ার্ক চলে।

এদিকে বিকাল ৫ টা ৫৫ মিনিটে মইদুল ইসলাম খান ডিক রকস্টারের গান পরিবেশনের মাধ্যমে বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। মিনিট বিশেক পারফর্ম করে নেমে পড়েন এই শিল্পী। তার পরই মঞ্চে আসেন শিল্পী রেশমি মির্জা। তার পরিবেশনার পরই অপেক্ষা শুরু হয় প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পরই মঞ্চে আসেন নগরবাউল খ্যাত বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাহফুজ আনাম জেমস। তিনি তার তুমুল জনপ্রিয় গান ‘আমি তারায় তারায় রটিয়ে দিবো ‘ দিয়ে পারফর্ম শুরু করেন। জেমসের পরই আসবেন আরেক জনপ্রিয় শিল্পী মমতাজ।

তাদের পর মঞ্চে আসবে ভারতীয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী কৈলাশ খের ও সনু নিগাম। অনুষ্ঠানের মুল আকর্ষণ বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ মঞ্চ মাতাবেন একেবারে শেষদিকে। ৯ টা ৩৫ মিনিটে মঞ্চে উঠবেন ক্যাটরিনা আর রাত ১০ টায় দর্শক মাতাবেন সালমান খান। অনুষ্ঠানের সমাপ্তি হবে দুজনের দৈত পারফরম্যান্সে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *