বনানীতে ডিশ কর্মীকে কুপিয়ে হত্যা

0
05471716482dfbf8e93dbea817268fd3-5952355ec1a5b

05471716482dfbf8e93dbea817268fd3-5952355ec1a5b

রাজধানীর বনানীতে শফিকুল ইসলাম নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত মধ্যরাতে বনানীর মহাখালী দক্ষিণপাড়া নিকেতন গেটে তাকে কুপিয়ে রাস্তায় ফেলে যায় দুর্বৃত্তরা। পরে সেখান থেকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

বনানী থানার উপ পরিদর্শক (এসআই) প্রেমদাস রায় বলেন, ‘সোমবার দিবাগত রাত ১১টা থেকে ১টার মধ্যে দুর্বৃত্তরা শফিকুল ইসলামকে (২৫) কুপিয়ে রাস্তায় ফেলে যায়। পাশেই জিপি-ক ১০৪ নম্বর বাড়িতে তার শ্বশুরের বাসা। ঈদের দিন স্ত্রী ও শিশু সন্তান নিয়ে রাত ১১টার দিকে তিনি বাসায় ফিরেছিলেন। এর কিছু সময় পর ফের বাসা থেকে বের হলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে রাস্তায় ফেলে যায়।’

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রয়েছে।

শফিক ময়মনসিংহের গৌরিপুরের কামারজান গ্রামের আবদুর রশিদের পুত্র।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *