বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়ে পোপের ভিডিওবার্তা

0
pop

pop

চলতি মাসের শেষদিকে বাংলাদেশ সফরে আসছেন রোমান ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। এই সফরের আগে বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা ও বন্ধুত্বের বার্তা পাঠিয়েছেন তিনি। এক ভিডিওবার্তায় বাংলাদেশে খ্রিস্ট ধর্মের অনুসারীদের আশীর্বাদ জানিয়েছেন তিনি। মঙ্গলবার ভ্যাটিকান রেডিওর ওয়েবসাইটে পোপের ভিডিও বার্তাটি প্রকাশ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ৩০ নভেম্বর বাংলাদেশে আসছেন পোপ ফ্রান্সিস।

ভিডিওবার্তায় পোপ বলেন, বাংলাদেশের জনগণের সঙ্গে মিলিত হতে এবং তাদেরকে যিশুর পুনর্মিলন, ক্ষমা এবং শান্তির বাণী শোনানোর অপেক্ষায় আছি। বাংলাদেশ সফরের জন্য প্রস্তুতি নিচ্ছি। বাংলাদেশের মানুষকে আমি শুভেচ্ছা ও বন্ধুত্বের বার্তা জানাতে চাই। আমি অপেক্ষায় আছি সেই সময়ের, যখন আমরা মিলিত হব।

বাংলাদেশ সফরে পোপ ফ্রান্সিস রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া বাংলাদেশের খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি উপাসনা অনুষ্ঠানে তিনি যোগ দেবেন। বাংলাদেশের কার্ডিনাল, আর্চবিশপ ও বিশপদের সাক্ষাৎ দেবেন পোপ ফ্রান্সিস। তাছাড়া একটি নাগরিক সমাবেশেও অংশগ্রহণ করবেন তিনি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *