বাংলাদেশ অনলাইন আর্টিস্ট অ্যান্ড মেকার এ্যাসোসিয়েশন (বোআমা) এর পুরনাঙ্গ কমিটি ঘোষণা

অনলাইন অনুষ্ঠান নির্মাতা ও শিল্পী কলা কুশলী দের সমন্বয়ে ২২/১২/১৯ তারিখে আরীজ রাজ বীরজান কে আহ্বায়ক, শেখ বরহান উদ্দিন বাবু কে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়, উক্ত আহ্বায়ক কমিটি কমিটি পরবর্তী ৯০ দিনের মধ্যে সদস্য সংগ্রহ করে পুনাঙ্গ কমিটি গঠন করার কথা থাকলে ও করনা ভাইরাস সংক্রমণের কারনে তা সম্ভব হয়ে উথেনি।বর্তমান সরকারের ডিজিটালাইজেসন প্রজুক্তিকে ব্যবহার করে ওনলাইনে পুরনাঙ্গ কমিটি ঘোষণা করা হল। কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন আরিজ রাজ বিরজান, সাধারণ সম্পাদক শেখ বরহান উদ্দিন বাবু, এছাড়া সহ-সভাপতি সহিদুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক খরশেদ আলম তপন ,সাংগঠনিক সম্পাদক রাজিবুল হক রনি, সম্পাদক মণ্ডলী মির আলমগির, সহেল রানা, সাজ্জাদ রাহমা্ন, মোঃ শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য- আব্দুল মজিদ মুন্না, ফাহাদ শেখ, মোঃ রাসেদুল ইসলা লিটন, এছাড়া আরও পাঁচ শতাধিক সাধারন সদস্য রয়েছে সঙ্গঠনটিতে ।সদস্য সংগ্রহ চলমান আছে বলে জানিয়েছেন নেতারা যোগাযোগ এর ঠিকানা-(dinbodalnews24@gmail.com).