বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: ড. আসিফ নজরুল

0
download

ঢাকা, ২২ অক্টোবর: আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, বরং বর্তমান অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষ ভূমিকা পালন করবে — এমনটাই প্রত্যাশা করেছে।

বুধবার (২২ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এই মন্তব্য করেন।

বিএনপির সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে আলোচনার প্রসঙ্গে ড. আসিফ নজরুল বলেন, “আমি বিএনপির সঙ্গে আলোচনায় যা বুঝেছি, তারা তত্ত্বাবধায়ক সরকার চাননি। অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষ ভূমিকা পালন করবে — সেটাই বলেছেন।”

আইন উপদেষ্টা জানান, বিএনপি তাদের কাছ থেকে নিরপেক্ষ ভূমিকা চেয়েছে এবং তারা (সরকার) নিরপেক্ষ ভূমিকা পালনের নিশ্চয়তা দিয়েছে। তিনি বলেন, “নিরপেক্ষ ভূমিকা পালনের নিশ্চয়তা প্রধান উপদেষ্টা দিয়েছেন। জনপ্রশাসন বা অন্যান্য ক্ষেত্রে বড় ধরনের বদলির ব্যাপারটি তিনি নিজে দেখবেন।”

উপদেষ্টা আরও স্পষ্ট করেন যে, বিএনপি সরাসরি তত্ত্বাবধায়ক সরকার চায়নি। তারা বলেছে, অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করতে।

নির্বাচনের সময় উপদেষ্টা পরিষদ ছোট হবে কিনা জানতে চাইলে আসিফ নজরুল বলেন, এ ধরনের কথা কোথাও আলোচনা হয়নি এবং নির্বাচনকালীন সরকার ছোট হবে কিনা — এমন কোনো দাবিও কোনো মহল থেকে উত্থাপন হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধান উপদেষ্টা আরও নিবিড়ভাবে মনিটর করবেন বলেও জানান আইন উপদেষ্টা। জনপ্রশাসনের নিয়োগ-বদলি দলীয়ভাবে হয় না উল্লেখ করে তিনি বলেন, “আমাদের বিরুদ্ধে সব দলই অভিযোগ করে। এক দল বলে ওই দলের লোক আছে, আরেক দল বলে এই দলের লোক আছে। যেহেতু সব দলই অভিযোগ করে অন্য দলের লোক আছে, তার মানে হচ্ছে আমরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি।”

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *