বিশ্ব থাইরয়েড দিবস উদযাপিত

র্যালি, আলোচনা সভা ও বৈজ্ঞানিক সেমিনারের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বিশ্ব থাইরয়েড দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় এ বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি র্যালি বের করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খানের নেতৃত্বে র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নাক-কান গলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী, বাংলাদেশ থাইরয়েড অ্যাসোসিয়েশনের সভাপিত অধ্যাপক ডা. ফৌজিয়া মোসলেম প্রমুখ।
পরে সকাল ১১টায় বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের আইএনএম অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক ডা. সাহলা খাতুন।
অধ্যাপক ডা. ফৌজিয়া মোসলেমের সভাপতিত্বেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসএমএমইউ-এর ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
জাতীয় অধ্যাপক ডা. সাহলা খাতুন বলেন, বঙ্গবন্ধু শেখ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবাই দেশের সেরা চিকিৎসাসেবা। এখানে পরীক্ষা-নিরীক্ষার মানও উন্নত ও নির্ভুল এবং ব্যয়ও তুলনামূলকভাবে কম।
তিনি বলেন, চিকিৎসকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহানুভূতি, সহমর্মিতা আরো দৃঢ় করা জরুরি। সঙ্গে সঙ্গে কোনো চিকিৎসকই যেনো নিজেকে কোনো প্রতিষ্ঠান বা কোনো ক্লিনিক বা কোনো ব্যাক্তির কাছে নিজেকে বিক্রি না করেন সেদিকে খেয়াল রাখতে হবে, সতর্ক হতে হবে, নিজেদের আত্মমর্যাদা অনুধাবন করতে হবে।