বৃহস্পতিবারও সচিবালয়ে ঈদের আমেজ কাটেনি

প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ে ঈদ পরবর্তী দ্বিতীয় কর্মদিবস বৃহস্পতিবারও কাটেনি ঈদের আমেজ। প্রায় অনেকটাই ফাঁকা দেখা গেছে অধিকাংশ টেবিল- চেয়ার। কাজের চাপ না থাকায় উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের অলস সময় কাটাতে দেখা গেছে।
সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি আজও ছিল তুলনামূলক কম। আর যারা অফিস করছেন তাদের বেশিরভাগই সময় পার করছেন ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করে।
ঈদের ছুটির পর মাঝখানে বুধ ও বৃহস্পতিবার (২৮ ও ২৯ জুন) অফিস করার পর আবার শুক্র ও শনিবার (৩০ জুন ও ১ জুলাই) সাপ্তাহিক ছুটি। তবে ২৮ ও ২৯ জুন নির্বাহী আদেশের মাধ্যমে ঈদের ছুটি ৯দিন করার জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি উদ্যোগ থাকলেও শেষ পর্যন্ত তা চূড়ান্ত হয়নি।
জানা গেছে এ কারণে দূর-দূরান্তে গ্রামের বাড়িতে ঈদ পালন করতে যাওয়া বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারীই ২৮ ও ২৯ জুন ছুটি নিয়েছেন। তারা আগামী ২ জুলাই থেকে অফিস করবেন।
বৃহস্পতিবারও সচিবালয়ের দর্শনার্থীদের অভ্যর্থনা কক্ষ রয়েছে প্রায় দর্শক শূন্য। আজ বাজেট পাশের কারণে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা প্রায় সকলেই সংসদে রয়েছেন। তবে ব্যতিক্রম অর্থ মন্ত্রণালয়ে। এদিন অধিকাংশ কর্মকর্তাকে বাজেট অধিবেশন নিয়ে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।
ধারণা করা হচ্ছে আগামী রোববার থেকে সচিবালয় ফের সরগরম হয়ে উঠবে। পুরো মাত্রায় শুরু হবে কর্মতৎপরতা।