“ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিনের মৃত্যুতে বিআরজেএ’র শোক”
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এই সহকর্মীর মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)-এর চেয়ারম্যান ও মহাসচিব গভীর শোক প্রকাশ করেছেন।।
শনিবার (১৭ জানুয়ারি) সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ শাখাওয়াত হোসেন ইবনে মঈন চৌধুরী ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম এক যৌথ শোক বিবৃতিতে বলেন, জসিম উদ্দিন ছিলেন একজন নিষ্ঠাবান, সৎ ও পেশাদার সাংবাদিক। সাংবাদিকতা অঙ্গনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
