কোভিড-১৯ তান্ডব, রেহাই পেলনা ব্রিটিশ প্রধানমন্ত্রীও !

0
boris-johnson-beschizza

আন্তর্জাতিক নিউজ ডেস্ক: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার ৫৫ বছর বয়সী জনসনের করোনাভাইরাসে লক্ষণ দেখা দেয়।

হাউস অফ কমন্সের চেম্বারে প্রধানমন্ত্রীর সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বে ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার ৫৫ বছর বয়সী জনসনের করোনাভাইরাসের লক্ষণ দেখা দেয়।

তিনি বলেন, “ইংল্যান্ডের চিফ মেডিকেল অফিসার প্রফেসর ক্রিস হুইটির ব্যক্তিগত পরামর্শে প্রধানমন্ত্রীকে করোনভাইরাসের পরীক্ষা করা হয়েছিল। তাতে করোনাভাইরাস পজেটিভ (আক্রান্ত) এসেছে।”

এদিকে, টুইটারে একটি ভিডিও পোস্ট করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিজেই নিশ্চিত করেছেন বরিস জনসন। মিঃ জনসন বলেন তার শরীরে বিগত ২৪ ঘণ্টা ধরে করনার লক্ষন দেখা দেয়,পরবর্তীতে মেডিকেল টেস্ট রিপোর্টে পসিটিভ আসে।
তিনি আরো জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়লেও তিনি দেশে করোনাভাইরাস মোকাবিলায় সরকারি কর্মযজ্ঞের নেতৃত্ব দেবেন।

তিনি বলেন, গত ২৪ ঘন্টা ধরে আমি করোনাভাইরাসের লক্ষণ দেখে পরীক্ষা করিয়েছি, তাতে ইতিবাচক ফল এসেছে।আমি বর্তমান আইসোলেশনে রয়েছি। তবে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার প্রচেষ্টা হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারি কাজে অংশ নেব।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *