ভাস্কর্য অপসারণ বিভিন্ন দল ও সংগঠনের প্রতিবাদ

সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্য অপসারণের প্রতিবাদ ও এর পুনঃস্থাপনের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। পৃথক বিবৃতিতে ভাস্কর্য অপসারণের সমালোচনা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ও ওয়ার্কার্স পার্টি। যশোরে বিক্ষোভ করে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
সাংস্কৃতিক জোটের কর্মসূচি : ভাস্কর্য অপসারণের প্রতিবাদ ও ভাস্কর্য পুনঃস্থাপনের দাবিতে আগামী ৩ জুন শনিবার প্রতিবাদ দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচির অংশ হিসেবে ওই দিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করবে জোট। একইভাবে সব জেলা ও উপজেলায় এ কর্মসূচি পালন করা হবে। গতকাল শহীদ মিনারে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। একই সঙ্গে তিনি এ ঘটনায় গ্রেপ্তারকৃত আন্দোলনকারীদের দ্রুত মুক্তির দাবি জানান।
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, নাট্যজন আতাউর রহমান, নাসির উদ্দীন ইউসুফ, জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, নৃত্যশিল্পী সংস্থার উপদেষ্টা আমানুল হক, পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আখতারুজ্জামান, অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহীদুল ইসলাম সাচ্চু, চারুশিল্পী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুরী, আবৃত্তি সমন্বয় পরিষদের গোলাম সারোয়ার প্রমুখ।
ওয়ার্কার্স পার্টি : ভাস্কর্য সরানোয় সুপ্রিম কোর্টের বিবৃতি চেয়েছে সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের নেতৃত্বাধীন দল ওয়ার্কার্স পার্টি। রাশেদ খান মেননের সভাপতিত্বে গতকাল পার্টির পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটির জরুরি সভায় এই দাবি জানানো হয়। পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা, কমরেড নুরুল হাসান, কমরেড নুর আহমদ বকুল, কমরেড কামরুল আহসান প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।
জাসদ : জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি গতকাল এক বিবৃতিতে বলেন, হেফাজতের দাবি মেনে নিয়ে ভাস্কর্যটি স্থানান্তর দেশের জন্য আত্মঘাতী। বিবৃতিতে হেফাজতের ফতোয়াবাজির বিরুদ্ধে আজ রবিবার সকাল ১১টায় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির কথা জানানো হয়।
যশোরে বিক্ষোভ : যশোর থেকে বিশেষ প্রতিনিধি জানান, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে গতকাল যশোর শহরের চিত্রার মোড়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে। বিকেলে মানববন্ধন চলার সময় তারিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু সালেহ তোতা, একরাম উদ দৌল্লা, ইকবাল কবীর জাহিদ, সুকুমার দাস, ফখরে আলম প্রমুখ।