ভেনিজুয়েলায় হামলা প্রমাণ করে মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র নয় ————শেখ রফিকুল ইসলাম বাবলু

0
WhatsApp Image 2026-01-04 at 7.00.30 PM

আমেরিকা কর্তৃক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভেনিজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে গিয়ে বন্দী করাই ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু ও মহাসচিব ডক্টর আবু ইউসুফ সেলিমের নেতৃত্বে ভাসানী জনশক্তি পার্টির নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।বিক্ষোভ মিছিলটি পুরাতন পল্টন চায়ের গলি থেকে শুরু হয়ে বিজয়নগর, পানির ট্যাংকি, পুরাতন পল্টন হয়ে প্রেসক্লাবে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন মার্কিন বাহিনী কর্তৃক কমান্ডো স্টাইলে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ভেনিজুয়েলা যেভাবে হামলা চালানো হয়েছে তাকোনোভাবেই মেনে নেওয়া যায় না।এ হামলা সভ্যতা বিরোধী, গণতন্ত্র বিরোধী, মানবতা বিরোধী।মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই হামলা প্রমাণ করে মার্কিন যুক্তরাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র নয়।
বাবলু অবিলম্বে মাদুর ও তার স্ত্রীকে সসম্মানে মুক্তি দেয়ার আহবান জানান।
ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব ডক্টর আবু ইউসুফ সেলিম বলেন ভেনিজুয়েলা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং জাতিসংঘের সদস্য রাষ্ট্র। এই রাষ্ট্র যদি কোন অন্যায় অপরাধ করে থাকে তাহলে তার বিচার করার দায়িত্ব জাতিসংঘের। কোনভাবেই আমেরিকা সরাসরি আক্রমণ করতে পারে না। এই আক্রমণের মাধ্যমে আমেরিকা জাতিসংঘ সনদ লঙ্ঘন করেছে। জাতিসংঘের উচিত অবিলম্বে আমেরিকার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করা, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার স্ত্রী সিলিয়া ফ্লুরাসকে মুক্ত করা এবং আগ্রাসন চালিয়ে যে হত্যাকাণ্ড চালানো হয়েছিল তার বিচার করা।জাতিসংঘ যদি কার্যকারী পদক্ষেপ নিতে ব্যর্থ হয় তাহলে জাতিসংঘ তার গ্রহণযোগ্যতা হারাবে এবং অকার্যকর হয়ে পড়বে।
বিক্ষোভ সমাবেশ আর ও বক্তব্য রাখেন ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য বাবুল বিশ্বাস, বিলকিস খন্দকার,সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গ্রীন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ খান, শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ফয়েজ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য আমিনুল ইসলাম সেলিম, মোশারফ হোসেন, আরিফুল ইসলাম ,প্রচার সম্পাদক মেহেদী হাসান তপন দপ্তর সম্পাদক সরফরাজ হোসেন, অর্থ সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রম বিষয়ে সম্পাদক রতন দেওয়ান,মহিলা বিষয়ক সহ সম্পাদক শাহানা বেগম, সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী। সমাবেশ শেষে বিক্ষোভ রতন পল্টন মোড়ে এসে শেষ হয়।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *