মনোহরগঞ্জ সরশপুর ইউনিয়ন যুবদলের কমিটি অনুমোদন

মনোহরগঞ্জ প্রতিনিধি: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরশপুর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। উপজেলা যুবদলের সভাপতি মহিব উল্লাহ মিলন, সাধারণ সম্পাদক রহমত উল্লা জিকু এ কমিটি অনুমোদন করেন। নবগঠিত কমিটিতে সভাপতি পদে জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ সভাপতি ইসমাইল হোসেন, সহ সভাপতি সালাউদ্দিন ইসমাইল হোসেন, সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক রাজন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম, প্রচার সম্পাদক ফারুক, দফতর সম্পাদক সুমন পাঠোয়ারী, কোষাধ্যক্ষ মো: জহিরুল ইসলাকে নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত কমিটি বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা সভাপতি আলহাজ্ব আবুল কালাম, মনোহরগঞ্জ থানা যুবদলের সভাপতি মহিব উল্লাহ মিলন ও সাধারণ সম্পাদক রহমত উল্লাহ জিকুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নির্বাচিত সরসপুর ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, আমাদের নেতা লাকসামও মনোহরগঞ্জের বিএনপির কান্ডারী আলহাজ্ব আবুল কালামের নির্দেশনায় ও মনোহরগঞ্জের যুবদলের সভাপতি মহির উল্লাহ মিলন ও সাধারণ সম্পাদক রহমত উল্লাহ জিকুর নেতৃত্বে সরসপুুর ইউনিয়নের সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ করে আমরা একসাথে কাজ করতে চাই। সকল প্রকার ভেদাভেদ ভুলে আগামীদিনে দলের সকল প্রকার আন্দোলনে পাশে থাকব।। এজন্য আমি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করি।