মাগুরায় ঈদের নামাজ পড়লেন সাকিব আল হাসান

0
1498450344

1498450344

মাগুরা নোমানী ময়দানে ঈদের নামাজ পড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার মাগুরার সন্তান সাকিব আল হাসান। সকাল ৯টায় বাবা মাশরুর রেজা কুটিলের সঙ্গে মাগুরার প্রধান জামাতে নামাজ পড়েন সাকিব। পরে তিনি দোয়ায় অংশগ্রহণ করেন।

এ সময় সাকিবের ভক্তরা তার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পরেন। তারা সাকিবের সঙ্গে ঈদের কোলাকুলি করেন। পরে তিনি শহরের কেশব মোড়ে নিজ বাড়িতে যান। সেখানে তিনি পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের সঙ্গে ঈদের দিন কাটাবেন ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *