মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ও অনশন কর্মসূচি কাল
মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে আগামীকাল ১৮ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সম্মুখ চত্বরে অবস্থান ও অনশন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
মানিকগঞ্জ-১ আসনের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গণতন্ত্রের মাতা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং প্রবাসে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিন-রাত পরিশ্রম করে দলকে ঐক্যবদ্ধ রাখার পাশাপাশি জনগণের কাছে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি তুলে ধরছেন। কিন্তু একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে এই রাজনৈতিক অগ্রযাত্রা ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে।
তারা আরও অভিযোগ করেন, বিএনপির দুঃসময়ে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণতন্ত্র, দল এবং জিয়া পরিবারকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রয়াত মহাসচিবের অবদানকে ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হচ্ছে। এর মাধ্যমে দল ও জিয়া পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার গভীর ষড়যন্ত্র চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এই কর্মসূচির আহ্বায়ক ড. খোন্দকার আকবর হোসেন বাবলু, যিনি মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র এবং মানিকগঞ্জ-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, তিনি বলেন—
“আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে দলের শীর্ষ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মানিকগঞ্জ-১ আসনের জনগণের প্রত্যাশা ও তৃণমূলের মতামত উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে তা বিএনপির জন্য ক্ষতিকর হবে।”
তিনি জাতীয় ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, উক্ত কর্মসূচি সুষ্ঠু ও বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার স্বার্থে প্রিন্ট, ফটো ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতি একান্তভাবে কাম্য।
আয়োজকরা আশা প্রকাশ করেন, দলীয় নেতৃত্ব এই দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে মানিকগঞ্জ-১ আসনে জনআকাঙ্খার প্রতিফলন ঘটাবে।
