মুশফিকুরের বাবা’র বিরুদ্ধে স্কুলছাত্র হত্যা মামলা প্রত্যাহারে মানববন্ধন

বগুড়ায় স্কুলছাত্র মাশুক হত্যা মামলায় জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ তারার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবীতে বুধবার মানববন্ধন করেছে শিশু সংগঠন বগুড়া খেলাঘর।
বুধবার বেলা ১১টায় শহরের সাতমাথায় এই মানববন্ধনে সংগঠনটির বিভিন্ন ইউনিটের (শাখা) সদস্য এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মাহবুব হামিদ তারার বিরুদ্ধে হত্যা মামলাটিকে ষড়যন্ত্রমূলক আখ্যায়িত করে বক্তারা বলেন, ‘মাহবুব হামিদ তারা বগুড়া জেলা খেলাঘরের সভাপতি, তার পক্ষে কোন শিশু হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকা সম্ভব নয়।’
মাশুক হত্যার প্রকৃত অপরাধীদের গ্রেফতার ও শাস্তি দাবী করে বক্তারা বলেন, ‘নির্দোষ কাউকে জড়িয়ে হয়রানি করা যাবে না।’ মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, বগুড়া খেলা ঘরের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, বগুড়ার পৌরসভার সাবেক প্যানেল মেয়র আমিনুল ইসলাম ফরিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, উদীচী শিল্প গোষ্ঠীর সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজু।