যানজটের সৃষ্টি হওয়ায় নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন ওবায়দুল কাদের

0
৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬

৬৬৬৬৬৬৬৬৬৬৬৬৬

৭ মার্চ উপলক্ষে আওয়ামী লীগের জনসভাকে কেন্দ্র করে রাজধানীতে অসহনীয় যানজটের সৃষ্টি হওয়ায় নগরবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই জনসভাকে কেন্দ্র করে নগরবাসী অবর্ণনীয় দুর্ভোগে পড়েন। সোহরাওয়ার্দী উদ্যানের চারদিকের রাস্তা বন্ধ করে দেয়া হয়।

দুপুরে সমাবেশ শুরুর ঘোষণা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ৭ মার্চের মতো বিশেষ দিনগুলোর কর্মসূচি নির্দিষ্ট দিনেই পালন করতে হবে।

রাজধানীবাসীর প্রতি দুঃখ প্রকাশ করে তিনি বলেন, প্লিজ, সহনশীল দৃষ্টিতে দিবসটি পালনে সহায়তা করবেন।

শাহবাগ থেকে মৎস্যভবন, শাহবাগ-দেয়েল চত্বর, বাংলামোটর মোড় থেকে কাকরাইল মসজিদ হয়ে মৎস্যভবন মোড় পর্যন্ত রাস্তা সাধারণ যান চলাচলের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। এতে সায়েন্স ল্যাবরেটরি থেকে মতিঝিলগামী যানবাহনগুলোকে অন্য পথে যেতে হচ্ছে।

এছাড়া কাওরান বাজার মোড়, বাংলামোটর মোড় মতিঝিল ও সচিবালয়গামী গাড়িগুলোকে ঘুরিয়ে দিয়ে মগবাজার সড়ক দিকে ঘুরিয়ে দেয়া হয়।

অন্যদিকে মতিঝিল ও কাকরাইল থেকে যে গাড়িগুলো ধানমণ্ডি, মোহাম্মদপুর, বনানী এবং মিরপুরগামী গাড়িগুলোকেও বিকল্প সড়কের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। এতে করেও ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *