যুক্তরাষ্ট্র থেকে প্রধানমন্ত্রী জরুরি ফাইলপত্র ডিজিটালি স্বাক্ষর করছেন

0
pm1

pm1

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জরুরি ফাইলপত্র ডিজিটালি স্বাক্ষর করছেন। জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে তিনি বর্তমানে ওয়াশিংটনে রয়েছেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, প্রধানমন্ত্রী ওয়াশিংটন থেকে বেশ কিছু জরুরি গুরুত্বপূর্ণ ই-ফাইল আজ ডিজিটালি নিষ্পত্তি করেছেন।

এর আগে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় জরুরি সব ইলেক্ট্রোনিক ফাইল (ই-ফাইল) পাঠানোর জন্য তার কার্যালয়কে নির্দেশ দেন।

খোকন বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে তার কার্যালয়ের কর্মকর্তারা ই-মেইলের মাধ্যমে জরুরি ই-ফাইলগুলো ওয়াশিংটনে পাঠাচ্ছেন।’

প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম সভায় যোগদান শেষে নিউইয়র্ক থেকে শুক্রবার বিকালে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে পৌঁছেছেন।

ওয়াশিংটনে এক সপ্তাহ অবস্থানের পর প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর দেশের উদ্দেশে যাত্রা করে লন্ডন হয়ে ২ অক্টোবর দেশে এসে পৌঁছবেন।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদের সভায় যোগ দিতে নিউইয়র্ক পৌঁছান। সূত্র: বাসস

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *