যুবলীগ চেয়ারম্যানের ছেলের রোগমুক্তি কামনায় মিলাদ

0
18622477_314048312364540_861000306309590004_n

18622477_314048312364540_861000306309590004_n

এস কে দেব: যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর বড় ছেলে মোহাম্মদ ইসতিয়াক আহমেদ চৌধুরী (অভি) গুরুতর অসুস্থ হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তার রোগমুক্তি কামনা করে শুক্রবার (২৬) মে বাদ আসর যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার পরিচালনায় দোয়া পরিচালনা করেন যুবলীগের ধর্ম সম্পাদক মাওলানা খলিলুর রহমান।

উক্ত দোয়া মাহফিলে ছিলেন, কাজী আনিসুর রহমান, মাইনউদ্দিন রানা, সোহরাব হোসেন স্বপন, আনোয়ার ইকবাল সান্টু, এনামুল হক আরমান, মোরসালিন আহমেদ, মিজানুর রহমান বকুল, গাজী সরওয়ার হোসেন বাবুল, এমদাদুল হক এমদাদ, খন্দকার আরিফুর জামান প্রমুখ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *