যুবলীগের ৭ম কংগ্রেসে জমকালো আয়োজনের লক্ষ্যে সাংস্কৃতিক উপকমিটির সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেস সফল করার লক্ষ্যে আজ (১৩ই নভেম্বর) সকাল ১০টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংস্কৃতিক উপকমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক আব্দুস সাত্তার মাসুদ, সভা পরিচালনা করেন সাংস্কৃতিক উপকমিটির সদস্য সচিব শেখ আওলাদ হোসেন রুহুল।
প্রধান অতিথীর বক্তব্যে যুবলীগ প্রেসিডিয়াম সদস্য জাতীয় কংগ্রেস এর প্রস্তুতি কমিটির আহবায়ক চয়ন ইসলাম বলেন, অতীতের সকল রেকর্ড ছাপিয়ে প্রানপ্রিয় নেত্রীকে একটি জমকালো অনুষ্ঠান উপহার দিতে হবে।
তিনি আরো বলেন, যুবলীগে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। ৭ম কংগ্রেসকে ঘিরে পোষ্টার, ফেস্টুন, তোরন প্রদর্শনের ক্ষেত্রে সংগঠনের নিয়ম মেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ও যুবলীগ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি ছাড়া অন্য কোন নেতার ছবি দেয়া যাবে না, তবে সৌজন্যে নাম ও পদবী ব্যবহার করা যবে। যুব নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে এক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
যুবলীগ সাধারণ সম্পাদক সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মোঃ হারুনুর রশীদ বলেন, ঐতিহাসিক সোরওয়ার্দী উদ্যানে যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হবে। রাজধানীর এই গুরুত্বপূর্ন স্থানে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কংগ্রেসের গুরুত্ব ও নেত্রীর উপস্থিতি মাথায় রেখে একটি বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিতে হবে।
তিনি আরো বলেন যুবলীগ একটি ঐতিহ্যবাহী যুব সংগঠন। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে যুবলীগ সব সময় আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করেছে। যুবলীগের ঐতিহ্য ধরে রাখা সকল নেতাকর্মীর দায়িত্ব। যুবলীগ যাতে অতীতের ন্যায় আবারো সাধারণ মানুষের মুখপাত্র হয়ে উঠতে পারে সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।
সভায় আরো উপস্থিত ছিলেন; আল আমিন স্বপন, মো আমিন উদ্দিন, হাসান মতিউর রহমান, আসলাম শিহির, মিজানুর রহমান সজল, মীর শরিফ হাসান লেনিন, বিপুল ঘোষ সংকর, রীনা আমিন,মোঃআমিনুল ইসলাম সাগর, অনুপ বড়ুয়া পিংকু, সাদ্দাম হোসেন পাভেল, অমিত কুমার বসু, এড মুক্তা, আলিমুল আল সজীব, সফেদ আসফাক তুহিন, আবুল কালাম আজাদ, মোঃ আকরামুজ্জামান, শাহনাজ করিম, শাহানাজ পারভীন হীরা, সোনিয়া পারভিন শাপলা, এম আানিসুর রহমান,মোঃ খোরশেদ আলম, শাহানাজ বাবু, এম আকরাম হোসেন প্রমূখ।