রাজধানীর গোলাপবাগে নির্মাণাধীন ভবনে দেয়াল ধসে নিহত ১ আহত ২

মঙ্গলবার,
৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
১৪ অক্টোবর ২০২৫ইং ,
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর গোলাপবাগের বউ বাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবনে ঘটে গেছে মারাত্মক দুর্ঘটনা। মঙ্গলবার দুপুরে ভবনের সপ্তম তলার এক পাশের দেয়াল হঠাৎ ভেঙে নিচে পড়ে যায়। এতে ১ জন নিহত ও ২ জন পথচারী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির কাজ চলাকালীন হঠাৎ করেই দেয়ালটি ধসে পড়ে। নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
আহত দুই শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয়রা বলছেন, নির্মাণাধীন ভবনটিতে সেফটি ও সিকিউরিটি ব্যবস্থার তেমন কোনো ব্যবস্থা ছিল না। বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।