রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযানে কয়েকজন নিহত

0
rab

rab

রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাব। অভিযানে বেশ কয়েকজন ‘জঙ্গি’ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার রাত ২টা থেকে পুরাতন এমপি হোস্টেলসংলগ্ন ১৩/১ রুবি ভিলার পঞ্চম তলায় অভিযান চালান র‌্যাব সদস্যরা।

এদিকে সকাল ৭টার দিকে সেখানে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল (বোম ডিসপোজাল ইউনিট) গেছে। তারা কাজ শুরু করেছে।

র‍্যাব সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের খুব সন্নিকটে জঙ্গিদের এ আস্তানাটি। জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে ফেলা বাড়িটিতে রাত ২টা থেকে অভিযান শুরু করে র‍্যাব। ওই বাড়ি থেকে র‍্যাবকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে জঙ্গিরা।

র‍্যাবের গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, বিজয় সরণি থেকে মহাখালীর দিকে যাওয়ার পথে পশ্চিম নাখালপাড়ার একটি বাড়িতে জঙ্গিদের অবস্থান । ছয়তলা ভবনটির পাঁচতলায় জঙ্গিদের আস্তানাটি।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটনায় জঙ্গিরা। এ সময় জঙ্গিরা র‌্যাবকে লক্ষ্য করে গ্রেনেড ছুড়লে র‌্যাবও পাল্টাগুলি চালায়। এতে ওই ভবনের ভেতরে থাকা বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে দুজন র‌্যাব সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।

তবে ওই আস্তানায় কতজন জঙ্গি আছে তা এখনই নিশ্চিত না বলে জানায় র‌্যাব। অভিযান এখনও চলছে। হতাহতের বিষয় নিশ্চিত করা যাচ্ছে না। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *