‘শিখা সংসদে’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
মাহমুদ ফয়সাল: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বড়-মেহেদীপুর গ্রামে আজ (২৫ অক্টোবর) সামাজিক সংগঠনের শিখা সংসদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে থেকে চিকিৎসা সেবা নিয়েছে গ্রামের শতাধিক অসহায় দরিদ্র নারী ও শিশু।
ফ্রি মেডিকেল ক্যাম্পেইনটির উদ্বোধন করেন; শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জল হায়দার চৌধুরীর সন্তান, তানভীর হায়দার চৌধুরী শোভন ও শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর সন্তান, আসিফ মুনীর তন্ময়।
ডাঃ নুরুল আহসান শানুর (ডি এম এফ,ঢাকা) পরিচলনায় ও ৫ নং ছয়ানী ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত হোসেন রশিদ সভাপতিত্বে ফ্রি ক্যাম্পটি সকাল ৮টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কার্যক্রম পরিচালনা করে। এই ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে গ্রামের শতাধিক চিকিৎসা সেবা বঞ্চিত অসহায় হতদরিদ্র নারী ও শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহন করার সুযোগ পেয়েছে।
গ্রামের সকল শ্রেণীর মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে শিখা সংসদের উদ্যোগে প্রতি মাসের শেষ শুক্রবার ‘ফ্রি মেডিকেল ক্যাম্প’ শিখা সংসদ কার্যালয়ে আয়োজন করা হবে বলে জানিয়েছে শিখা সংসদ কর্তৃপক্ষ।
ফ্রি মেডিকেল ক্যাম্পেইনটির সার্বিক তত্ত্বাবধান শিখা সংসদের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সবুজ।