সরকারি ৪ সংস্থায় নতুন মহাপরিচালক নিয়োগ

0
govt

govt

সরকারি ৪ সংস্থায় নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া মিল্ক ভিটায় নিয়োগ পেয়েছেন নতুন ব্যবস্থাপনা পরিচালক। সোমবার (২৫ মার্চ) এই রদবদল এনে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

আদেশ অনুযায়ী নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহাদাত হোসেনকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক করা হয়েছে।

ভূমি সংস্কার বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) সুলতান মাহমুদ প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ফারুক আহমেদ যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ওএসডি অতিরিক্ত সচিব শাহিন ইসলামকে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক করা হয়েছে।

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক আবু সৈয়দ মোহাম্মদ হাশিমকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব ও শিক্ষা মন্ত্রণালয়ে স্টেপ প্রজেক্টের প্রকল্প পরিচালক এ বি এম আজাদকে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মো. দেলোয়ার হোসেন মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *