সিলেটে ব্যাপক সংঘর্ষ

সিলেটের বন্দর বাজারে বিএনপি সমর্থকদের সাথে ছাত্রলীগ ও পুলিশের ব্যাপক সংঘর্ষ চলছে। খালেদা জিয়ার রায় ঘোষণার পর এই সংঘর্ষ শুরু হয় বলে প্রত্যক্ষদর্শী এক সংবাদকর্মী জানিয়েছেন। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এই সংঘর্ষ শুরু হয়।
ছাত্রলীগ নেতাকর্মীরা সিলেট সিটি পয়েন্টে সশস্ত্র অবস্থানে আছেন এবং ছাত্রদলের নেতাকর্মীরা নগরীর হকার পয়েন্টে সশস্ত্র অবস্থানে আছেন।এদিকে, রায় ঘোষণার সাথে সাথেই বন্দর বাজার এলাকায় কয়েকটি গাড়ি ভাংচুর করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।