সিলেট জয়রথ থামিয়ে নাসিরের কথার সত্যতা প্রমাণ করল খুলনা

সিলেট অধিনায়ক নাসির হোসেন যথার্থই বলেছিলেন, টি ২০-তে ছোট-বড় বলে কোনো দল নেই। সবাই সমান।
খুলনা টাইটানস সিলেট সিক্সার্সের জয়রথ থামিয়ে নাসিরের কথার সত্যতা প্রমাণ করল।
টানা তিন জয়ে এবারের বিপিএলে নবাগত সিলেট সিক্সার্স হাওয়ায় উড়ছিল। ছয় উইকেটে তাদের হারিয়ে খুলনা বুঝিয়ে দিল, এটা টি ২০। এখানে জয়-পরাজয় হাত ধরাধরি করে চলে।
বুধবার বিপিএলের সিলেট পর্ব শেষ হল সিক্সার্সের হারের মধ্যদিয়ে। খুলনা পেল প্রথম জয়।
১২ বল হাতে রেখে জয়ী হওয়া খুলনা প্রথম পয়েন্টের মুখ দেখে মাইকেল ক্লিঙ্গারের ব্যাটে। বিপিএলে অভিষেকে অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলেন এই অস্ট্রেলীয় ব্যাটসম্যান। অপরাজিত ২৩ রান করেন কর্লোস ব্রাফেট।
এরআগে টস হেরে ব্যাট করতে নেমে সিলেট ১৩৫/৫-এ থামে। অধিনায়ক নাসির হোসেন করেন অপরাজিত ৪৭ রান।
খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ এবং ওয়েস্ট ইন্ডিজের বোলার জোফরা আরচার দুটি করে উইকেট নেন। ম্যাচসেরা হন মাহমুদউল্লাহ।
ঢাকায় শনিবার শুরু হবে বিপিএলের দ্বিতীয় পর্ব।
সংক্ষপ্তি স্কোর
সিলেট সিক্সার্স ১৩৫/৫, ২০ ওভারে (উপুল থারাঙ্গা ২৬, গুনাথিলাকা ২৬, নাসির হোসেন ৪৭*, হুইটলি ২৭। আরচার ২/২৫, মাহমুদউল্লাহ ২/১২)।
খুলনা টাইটানস ১৩৮/৪, ১৮ ওভারে (মাইকেল ক্লিঙ্গার ৪৭*, রাইলি রুশো ১৯, মাহমুদউল্লাহ ২৭, কার্লোস ব্রাফেট ২৩*। তাইজুল ইসলাম ৩/১৯)।
ফল : খুলনা টাইটানস ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : মাহমুদউল্লাহ (খুলনা টাইটানস)।