সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি সম্মাননা পেলেন মঞ্জুর হোসেন ঈসা

0
WhatsApp Image 2026-01-11 at 7.04.11 PM

সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সহযোগিতায় ১১ জানুয়ারি বিকেলে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ভিআইপি লাউঞ্জে উপ-মহাদেশের বিশিষ্ট চিন্তাবিদ, বাংলাদেশের আইন শাসনের প্রতিষ্ঠাতা, মানবাধিকার আন্দোলনের রূপকার প্রয়াত প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ এর ১১২তম জন্মজয়ন্তী উপলক্ষে “সৈয়দ মাহবুব মোর্শেদ এর কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূইয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক তথ্য সচিব এবং সৈয়দ মাহবুব মোর্শেদের সুযোগ্য সন্তান সৈয়দ মার্গুব মোর্শেদ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধর, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম (সাবেক ভিপি), ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার, বাংলাটিভি৭১ এর চেয়ারম্যান লায়ন সালাম মাহমুদ, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মানবাধিকার নেতা মনিরুল ইসলাম মনির, জাবেদ আলম। স্বাগত বক্তব্য রাখেন শফিক উদ্দিন অপু। মানবাধিকারে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসাকে সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি সম্মাননা প্রদান করেন। এছাড়াও সামাজিক আন্দোলনে বিশেষ অবদানের জন্য মোঃ শহিদুল ইসলাম (ভিপি) সহ ৫ জনকে সম্মাননা তুলে দেয়া হয়। অনুষ্ঠান শেষে সৈয়দ মাহবুব মোর্শেদ এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয় এবং এসময় পালকি শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা এবিএম বাদল এবং সাংবাদিক হান্নানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

বনানী কবরস্থানে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের প্রতি শ্রদ্ধা নিবেদন

সকালে বনানী কবরস্থানে সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি সংসদের উদ্যোগে সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদের ১১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআনখানী ও মিলাদ অনুষ্ঠিত হয় এবং কবরে তার পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিচারপতি মাহবুব মোর্শেদের জ্যেষ্ঠপুত্র সৈয়দ মার্গুব মোর্শেদ, ছোট ছেলে ড. সৈয়দ মাখদুন মাহবুব, কাজী সালাউদ্দিন, রফিকুল ইসলাম মন্টু, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার প্রমুখ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *