স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল, সম্পাদক বাবু
নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ এক যুগ পেরিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে আফজালুর রহমান বাবুকে।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউট মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের এই কমিটি নির্বাচন করা হয়।
শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতীয় সংগীতের সুরে সুরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব এবং বিশেষ অতিথিদের সঙ্গে নিয়ে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধনী ঘোষণা করেন শেখ হাসিনা।
সম্মেলনের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম।