২১শে আগস্ট নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ

বিশেষ প্রতিনিধি:
আজ ২১শে আগস্ট, ইতিহাসের এক জঘন্যতম নারকীয় গ্রেনেড হামলা দিবস। ২০০৪ সালের এই দিনে বিএনপি জামাত জোট সরকারের আমলে তৎকালীন সরকার ও প্রশাসনের প্রত্যক্ষ মদতে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে এই গ্রেনেড হামলা করা হয়। সেদিনের হামলায় মহিলা আওয়ামী লীগ এর সভাপতি আইভি রহমান সহ ২৪ টি তাজা প্রাণ শহীদ হয়েছিল। এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাঁচশতাধিক নেতাকর্মী আহত হয়ে মানবেতর জীবন যাপন করছে।
২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল।
দিবসটিকে স্বরণ করে বাংলাদেশ আওয়ামীলীগ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন নেতাকর্মীরা ২৩ বঙ্গবন্ধু এ্যাভিনিউ তে শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেন। আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক , সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাঁদের এর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগ। দলের সিনিয়র নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আওয়ামীলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন ।