৪৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এমএলএম কোম্পানির ৪ কর্মকর্তা গ্রেপ্তার

৪৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানির ৪ কর্মকর্তা গ্রেপ্তার । গতকাল বুধবার রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এমএলএম এর এই চার কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সিআইডি।
তারা হলেন এমএলএম এর একজিকিউটিভ মোঃ ইকবাল আলী, জুলিয়র একজিকিউটিভ দেওয়ান মোঃ মনজুর কবির, এজেন্ট এ এফ এম জিয়াউল হক এবং সাব এজেন্ট মিলন হাসান।
সিআইডির বিশেষ শাখার উপপরিদর্শক মোল্লা নজরুল ইসলাম মিয়া জানান, গতকাল রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত ১৫ই ফেব্রুয়ারি বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট তাদের অনুসন্ধান প্রতিবেদন সিআইডিকে দেয়। এতে দেখা যায় যে, এমএলএম এর এই দুই একজিকিউটিভ এবং দুই এজেন্ট গ্রাহকের ৪৪ কোটি ৪লাখ ৮৫ হাজার ৯৫১ টাকা আত্মসাত করেছে। তারা মূলত স্বর্ণ দেয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে এই টাকা আত্মসাতের ঘটনা ঘটিয়েছে।