মহেশখালীতে জামায়াত ক্যাডার মো. শাহাজান গ্রেফতার

কক্সবাজারের মহেশখালীতে পুলিশ অভিযান চালিয়ে জামায়াত ক্যাডার, ১১ মামলার পলাতক আসামি মো. শাহাজানকে (৩৮) ১০টি দেশীয় অস্ত্র এবং ৯ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. শাহাজান উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকার সাবেক চেয়ারম্যান মৃত আবদুল মাবুদ চৌধুরীর ছেলে। তিনি গোলাম আযমের দেহরক্ষী আকতার হামিদের ছোট ভাই। শাহাজানের বিরুদ্ধে মহেশখালী থানায় হত্যা, ডাকাতি ও অস্ত্রসহ ১১ মামলা রয়েছে বলে থানা সূত্র জানিয়েছে।
থানা সূত্রে আরও জানা যায়, মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার দাশ পিপিএম (বার) এর নেতৃত্ব একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকার আইজ্জ্যামোলা ঘোনায় অভিযান চালায়।
এসময় দুটি দেশীয় তৈরি লম্বা বন্দুক, ৮টি দেশীয় তৈরি কাটা বন্দুক এবং ৯ রাউন্ড গুলিসহ শাহাজানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মহেশখালী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে বলে থানা থেকে জানা গেছে।