বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর উপ-দপ্তর সম্পাদক শেখ বোরহান উদ্দিন বাবু গুরুতর অসুস্থ

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক ও দিনবদল নিউজ টুয়েন্টি ফোর এর সম্পাদক শেখ বোরহান উদ্দিন বাবু গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি ক্লিনিকে ভর্তি হয়েছেন।
আজ (বুধবার) রাত আনুমানিক ১০ ঘটিকায় তাঁর গলব্লাডারে অপারেশন হওয়ার কথা রয়েছে।
বোরহান বাবু রাজনীতির বাইরে বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী সংস্থার একজন একনিষ্ঠ সংগঠক, বাংলাদেশ টেলিভিশন এর আনন্দ বিচিত্রা অনুষ্ঠানের উপস্থাপক।
সঙ্গীত চর্চা ছাড়াও তিনি দীর্ঘ দিন থেকে টিভি নাটকে অভিনয়ের সাথে যুক্ত। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভূক্ত কন্ঠশিল্পী এবং নাট্যশিল্পী।
এক বিবৃতিতে তিনি সকলের কাছে আশু রোগমুক্তির জন্যে দোয়া কামনা করেছেন।