বাসের ধাক্কায় ৫ অটোরিকশা যাত্রী নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
বুধবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার সদরের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোচালক আবুল হোসেন (৩৫)ভাঙ্গার পাচকুল মালিগ্রামের বাসিন্দা, খালেদা বেগম (২৫) ভাঙ্গা পৌর এলাকার চৌধুরী কান্দা এলাকার শহীদুল ইসলাম স্ত্রী। নিহত অন্যদের পারিচয় জানা যায়নি।
ভাঙ্গা থানার ওসি (তদন্ত) মিরাজ হোসেন জানান, ব্যাটারিচালিত অটোরিকশাটি মালিগ্রা থেকে যাত্রী তুলে চৌরাস্তা এলাকা দিয়ে যাচ্ছিল। পথে সদরের চৌরাস্তা এলাকায় বিপরীতমুখী একটি বাস ওই অটোরিকশাকে চাপা পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়। পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।