অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দিন : পিএনপি
বিশেষ প্রতিনিধি: প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পি.এন.পি)’র চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন ও মহাসচিব আহমেদুর রহমান এক যুক্ত বিবৃতিতে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রতিহিংসার শিকার। যিনি তিন তিনবার প্রধানমন্ত্রী হয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন আজ তাকে সরকার ষড়যন্ত্র করে আদালতের উপর প্রভাব খাটিয়ে সাজা দিয়ে প্রমাণ করেছে সরকার দেউলিয়া হয়ে গেছে এবং বিচার ব্যবস্থা সরকারের করায়ত্বে। আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলতে চাই বর্তমান সরকার যেভাবে দেশে বাকশালী কায়দায় শাসন কার্যক্রম পরিচালনা করছে তাতে করে অচিরেই এই সরকারের বিদায় নিতে হবে।
পরিশেষে আমরা সরকারকে বিনয়ের সাথে বলতে চাই, দুঃশাসন-জুলুম-নির্যাতন কখনো ভাল ফল বয়ে আনতে পারে না। ইতিহাসের দিকে তাকালেই ভুরি ভুরি দৃষ্টান্ত লক্ষ্য করা যায়। নেতৃবৃন্দ সরকারকে ইতিহাসের পাতা উল্টিয়ে দেখে সেখান থেকে শিক্ষা নেবার আহ্বান জানান এবং গণতান্ত্রিক ধারায় ফিরে আসার জন্য উদাত্ত আহ্বান জানান।