লজ্জা থাকলে খালেদা জিয়া আর দুর্নীতি করবেন না: প্রধানমন্ত্রী

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, যারা এতিমের টাকা লুটে খায়, মানুষ পুড়িয়ে মারে তাদের সাজা এভাবেই হয়। লজ্জা থাকলে খালেদা জিয়া আর দুর্নীতি করবেন না।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শত শত মানুষ তারা পুড়িয়ে হত্যা করেছেন খালেদা জিয়া। ক্ষমতায় থাকাকালে লুটপাট দুর্নীতি করেছেন। আজকে তিনি কোথায়? কাজেই মানুষের উপর অত্যাচার করলে ওই আল্লাহর আরশও কেঁপে যায়।
লুটপাটকারী, দুর্নীতিবাজ, জঙ্গিবাদ, সন্ত্রাস সৃষ্টিকারী, এতিমের টাকা যারা লুটে খায়, তাদের স্থান এই বাংলার মাটিতে হবে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তারা ক্ষমতায় আসা মানে দেশকে ধ্বংস করে দেয়া। একমাত্র আওয়ামী লীগই ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়।
দেশের চলমান উন্নয়নের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, আজ দেশের সর্বক্ষেত্রে উন্নয়নের সুবাতাস বইছে। সেই উন্নয়নের ছোড়া বরিশাল ও দক্ষিণাঞ্চলের সর্বত্র লেগেছে। বরিশালে অনেক ব্রিজ-কালভার্ট ও সড়ক নির্মাণ করেছি আমরা।
ভোলা থেকে উৎপাদিত গ্যাস বরিশালে নেয়া হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভোলার প্রতিটি ঘরে বিদ্যুৎ ও গ্যাসের শতভাগ চাহিদা পূরণ করতে কাজ করছে সরকার। ২০২১ সালের মধ্যে দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ পাবে। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে।
বর্তমান সরকারের নানামুখীউন্নয়নের কথা তুলে ধরে আগামী নির্বাচনে বরিশালবাসীর কাছে ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের সভাপতি সমাবেশে আগতদের হাত তুলে নৌকায় ভোট দেয়ার ওয়াদা করতে আহ্বান জানান। উপস্থিত জনতাও তখন হাত তুলে তার আহ্বানে সাড়া দেন।
এর আগে বরিশালের লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাস উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টার যোগে বিকাল সোয়া ৩টায় বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে আসেন। এসময় তাকে বরণ করে নেন আওয়ামী লীগের সিনিয়র নেতারা। পরে সেখান থেকে গাড়ি বহরে তিনি বঙ্গবন্ধু উদ্যানের জনসভাস্থলে এসে পৌঁছান।
দুপুর পৌনে ২টায় শুরু হওয়া জনসভাশুরু হয়। বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহর সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীরের সঞ্চালনায় জনসভায় বক্তব্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, তথ্য ও গবেষণাসম্পাদক আফজাল হোসেন, বরগুনার সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ শম্ভু, সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, কৃষকলীগের সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক রেজা প্রমুখ বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, দুপুর ২টা ১৫ মিনিটে রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেন। রায়ে খালেদা জিয়ার পাঁচ বছর কারাদণ্ড দেন তিনি। এছাড়া মামলায় অন্য আসামি তার ছেলে তারেক রহমান, সাবেক এমপি কাজী সলিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়। একইসঙ্গে তাদের প্রত্যেককে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা করে জরিমানা করেন আদালত।