শাহজাদপুরে ডাকাতি করে পালানোর সময় অস্ত্রসহ ৪ ডাকাত আটক

0
g

g

সিরাজগঞ্জের শাহজাদপুরে ডাকাতি করে পালানোর সময় অস্ত্রসহ ৪ ডাকাত আটক হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার খারুয়াজংলা ব্রীজের কাছে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- উপজেলার পোতাজিয়া গ্রামের ওসমানের ছেলে এরশাদ আলী, রাজবাড়ি জেলার পাংশা উপজেলার জয়গ্রামের নজরুল ইসলামের ছেলে হাসান আলী,পাবনা সদর উপজেলার অরেঙ্গাবাজ গ্রামের আকবর শেখের ছেলে নজরুল ইসলাম ও সুজানগর উপজেলার নারুহাটি গ্রামের আকবর আলীর ছেলে আফজাল হোসেন। এ সময় ১টি দেশীয় শার্টারগান, ১টি বিদেশি পিস্তল, ২টি চাপাতি, ৩ রাউন্ড গুলি, ২টি কার্তুজ, ১টি ম্যাগজিন, ৪টি মোবাইল ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানান, একটি এনজিওর মাঠকর্মী আশরাফুল ইসলাম টাকা তুলে অফিসে ডাকাতদের খপ্পরে পড়ে। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ডাকাতদের চারদিক থেকে ঘিরে ফেলে। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে। খোয়া যাওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে। ডাকাতদের মারপিটে আহত ওই এনজিওকর্মীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে একটি ডাকাতি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *