ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালো সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ

আতাউর রহমান জনি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কেন্দ্রীয় শহীদ মিনার ও সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সভাপতি মো: সোহেল রানা, বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ খান শুভ ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্র-জনতার আন্দোলনে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকসহ নাম না জানা শহীদের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা। পরে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ঐতিহাসিক মহান একুশের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে ইউনেস্কো। এরপর ২০০০ সাল থেকে প্রতিবছর বাংলাদেশসহ আন্তর্জাতিক পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে দিনটি।