পর্তুগালে বাংলাদেশী গুলিবিদ্ধ, প্রতিবাদে প্রবাসীদের মানববন্ধন

0

received_1007955659544981

রাজীব আল মামুন, লিসবন:  পর্তুগালে বাংলাদেশি ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে পর্তুগালের প্রবাসী বাংলাদেশী কমিউনিটি। এ সময় তারা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে নিজেদের নিরাপত্তা বাড়ানোর দাবি জানান।

 আজ ৮ই নভেম্বর শুক্রবার বেলা ৪টা ৩০মিনিটে লিসবনে বাংলাদেশি অধ্যুষিত এলাকার পাশে প্রাসা দ্য ফিগুয়েইরায়ে (রোসিও) মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়, হামলার প্রতিবাদে মানববন্ধনে যোগ দিতে পর্তুগালের বিভিন্ন শহর থেকে ছুটে আসেন শতশত প্রবাসী বাংলাদেশী।

 মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নেতারা বাংলাদেশী ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলুর উপর এ ধরনের নেক্কারজনক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান।

received_2674520059258462

 এসময় বক্ততারা প্রবাসীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং শান্তিপ্রিয় পর্তুগালে যেন প্রবাসীদের উপর এই ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা আর না ঘটে, সেজন্য এই ঘটনার সুস্থ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে তার কঠোর শাস্তি নিশ্চিত করার আহবান জানান।

হাবীবুর রহমান বাবলুর গ্রামের বাড়ি নোয়াখালী।
বর্তমানে লিসবনের সাও জোসে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার পায়ের অবস্থা ভালো নয়, গুলিবিদ্ধ জায়গা সংক্রমিত হওয়ার আশংঙ্কায় পা কেটে ফেলা হয়েছে। তবে কৃত্রিম পা লাগানোর ব্যবস্থা করা হলে তিনি আবারো উঠে দাঁড়াতে পারবেন।

received_524586431716961

উল্লেখ্যঃ ২ নভেম্বর দেশটির রাজধানী লিসবনের সাকাবাই নামক স্থানে বাবলুর মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানায় সাকাবাই পুলিশ।

পুলিশ জানায়, কিছু অজ্ঞাত অস্ত্রধারী বাবলুর ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তার কাছে ইউরো দাবি করে। কিন্তু ক্যাশে থাকা ইউরো কম হওয়ায় তারা বাবলুর পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে পুলিশ এসে হাবীবুর রহমান বাবলুকে লিসবনের সান্তা মারিয়া হাসপাতালে নিয়ে যায়।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *