ধর্ষণ মামলার আসামি সেই পুলিশ অবশেষে ধরা

0
666

666

প্রেমিকার সাথে বিয়ের প্রলোভনে মেলামেশার পর বিয়ে করতে অস্বীকার করে পুলিশ সদস্য আশিক মাহমুদ পুষ্প। বিভিন্ন জায়গায় বিচার চেয়ে প্রতিকার না পেয়ে প্রতারণা ও ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন প্রেমিকা। কিন্তু মামলাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিব্যি কর্মস্থলে থাকলেও গত একমাস ধরে ছিলেন ধরাছোঁয়ার বাইরে।

এ নিয়ে গত রবিবার কালের কণ্ঠে ‘ধর্ষণ মামলার আসামি পুলিশ সদস্য কর্মস্থলেই’ শিরোনামে সংবাদ প্রকাশ হলে দৃষ্টি পড়ে পুলিশ প্রশাসনে। এ অবস্থায় গতকাল সোমবার ময়মনসিংহ পুলিশ সুপার আহমার উজ্জামান ওসি ঈশ্বরগঞ্জকে নির্দেশ দেন দ্রুত ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তারের। আজ মঙ্গলবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ জানান, প্রযুক্তি ব্যবহার করে ত্রিশাল থেকে অভিযুক্ত আশিক মাহমুদ পুষ্পকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত ওই পুলিশ কনস্টেবল হচ্ছেন ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের রামগোবিন্দপুর গ্রামের মো. শহিদুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে গত ১৫ ডিসেম্বর প্রতারণা করে ধর্ষণের অভিযোগে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন পাশের এলাকার অনার্স পড়ুয়া এক কলেজ ছাত্রী।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *