ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশি

বর্তমানে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে
চীনে উৎপত্তি হওয়া করোনাভাইরাসসৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন ইতালিতে বসবাসরত একজন বাংলাদেশি।
বুধবার (৪ মার্চ) এ তথ্যটি নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর।
বুধবার সকালে ইতালিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের পক্ষ থেকে তথ্যটি জানানো হয় জানিয়ে তিনি বলেন, “করোনা আক্রান্ত ওই ব্যক্তি ইতালির মিলানে থাকতেন। বর্তমানে তাকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।”
তবে তার অবস্থা আগের চেয়ে কিছুটা ভাল বলেও জানান তিনি।
এর আগে গতমাসে সিঙ্গাপুরে ৫ জন বাংলাদেশি এ ভাইরাস আক্রান্ত হন।