ডুডলের মাধ্যমে হাত ধোয়ার টিপস দিচ্ছে গুগল

0
IMG_20200322_173112

করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে চালাচ্ছে মহামারি তাণ্ডব আর এই মহামারি থেকে রক্ষা পেতে পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর বেশি জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হাত ধোয়ার সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সবাই। এর যুক্ত হতে বাদ যায়নি গুগলও। শনিবার (২১ মার্চ) বিশ্বসেরা এই সার্চ ইঞ্জিনের লোগোতে হাত ধোয়ার বিষয়টি ভিডিও আকারে তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে জার্মান-হাঙ্গেরিয়া পদার্থবিদ ও বিজ্ঞানী ড. ইগনাস ফিলিপ সেমেলবেইসকে স্মরণ করেছে গুগল। হাত পরিষ্কার রাখার সচেতনতা বৃদ্ধিতে তিনি ভূমিকা রেখেছেন।

নতুন ডুডলে হাত পরিষ্কার করার মাধ্যমে কীভাবে জীবাণুমুক্ত থাকা যায় তা ফুটে উঠেছে। শুধু এই করোনার ক্ষেত্রে নয়, সবরকম ভাইরাস মুক্ত থাকতে হাত ধোয়া বা পরিষ্কার করার বিষয়টির ওপর গুরুত্ব দিয়েছে গুগল। করোনাভাইরাসের প্রভাব এর সময়ই শুধু নয়, এই পন্থা যে সবসময়ই খুব জরুরি সেই বার্তা ছড়িয়ে দিতেই তাদের এই উদ্যোগ।
ছয়টি পদ্ধতিতে ধাপে ধাপে কীভাবে হাত ধোয়ার কাজটি করলে করোনাভাইরাস থেকে সুরক্ষা পাওয়া যায় তা দেখানো হয়েছে ডুডলে। এতে নির্দিষ্ট সময় ধরে হাত ধোয়ার বিষয়টি রয়েছে। পুরো পদ্ধতি অ্যানিমেটেড আকারে সাজানো হয়েছে।
এটি গুগলের মূল পাতায়
(www.google.com) দেখা যাচ্ছে।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *