করোনায় আরও একজনের মৃত্যু

0
iedcr_2

অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

দিনবদল রিপোর্ট: বাংলাদেশে করোনায় আক্রান্ত আরও একজন মারা গেছেন বলে জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আজ বুধবার আইইডিসিআর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সেব্রিনা ফ্লোরা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। কিন্তু গত ২৪ ঘণ্টায়, ইতিমধ্যে আক্রান্ত একজন রোগী যিনি বিদেশ থেকে আগত রোগীর পরিবারের সদস্য, তিনি মৃত্যুবরণ করেছেন। সেই রোগী শনাক্ত হয়েছিল ১৮ তারিখে।’

মৃত ব্যক্তির বয়স ৬৫ বছর এবং তার ডায়াবেটিস ও হাইপারটেনশন ছিল বলেও উল্লেখ করেছেন তিনি।

তিনি জানান, আইসোলেশন ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা রোগীদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও দুই জন। এ নিয়ে সুস্থ হয়ে ফেরার সংখ্যা দাঁড়ালো সাতে।

এক প্রশ্নের জবাবে সেব্রিনা ফ্লোরা বলেন, ‘লিমিটেড স্কেলে কমিউনিটি ট্রান্সমিশন হয়ে থাকতে পারে বলে আমরা মনে করছি।’

তিনি আরও বলেন, ‘সারা দেশে কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে, এরকম কোনো পরিস্থিতি এখনও হয়নি।’

সব মিলিয়ে দেশে এখন করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ৩৯ এবং মৃতের সংখ্যা পাঁচ।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *