“দয়াকরে ঘড়ে থাকুন, পাবলিক সমাগম এড়িয়ে চলুন”-নেতাকর্মীদের প্রতি , যুবলীগ চেয়ারম্যান .

ফাইল ছবি
এ বি সাইদঃ আজ এক ভিডিও বার্তায় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ যুবলীগনেতা কর্মী তথা দেশবাসীর প্রতি অনুরোধ করে বলেন,
“প্রিয় সুধিবৃন্দ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের নেতাকর্মীবৃন্দ, আপনারা দয়াকরে ঘড়ে থাকুন এবং পাবলিক সমাগম এ্যাভোয়েড করুন। প্রয়োজন ব্যতিত দয়া করে বাসা থেকে কেউ বের হবেন না। পরিস্কার পরিচ্ছন্ন থাকবেন। ঘন ঘন হাত ধোবেন এবং স্যনিটাইজার ব্যাবহার করবেন। বিশেষ করে চোখ, নাক, মুখে হাত দেওয়ার আগে হাত ভালো করে ধুয়ে নিন। এবং ময়লা কাপড় বেশিদিন জমিয়ে রাখবেন না । পাবলিক ট্রান্সপোর্টেশন ব্যবহার করা এ্যাভোয়েট করুন, যদি একান্ত ব্যবহার করা প্রয়োজন হয় সে ক্ষেত্রে মাস্ক ব্যবহার করবেন এবং গ্লাভস্ ব্যবহার করবেন। কিন্তু সবচেয়ে বেশী যেটা জরুরী, এসময় আপনারা বাসায় থাকুন এবং পরিস্কার পরিচ্ছন্ন থাকুন। কোন ভাবেই আতঙ্ক গ্রস্থ হবেন না, এবং অন্যকে আতঙ্ক গ্রস্থ করবেন না, ধন্যবাদ”।
https://www.facebook.com/Sheikh.Parash71/videos/236078580769436/