বিএনপি-জামায়াত আবার আগুন–সন্ত্রাসের পাঁয়তারা করছে

0
022

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান বলেছেন, বিএনপি-জামায়াত দেশে আবার আগুন–সন্ত্রাস করার পাঁয়তারা করছে। বিভিন্ন সময়ে তারা অনেক মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে। কয়েক দিন আগেও ঢাকার কয়েকটি বাসে আগুন দিয়ে মানুষ হত্যার চেষ্টা করে। এদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। কেউ এ ধরনের সন্ত্রাস করতে চাইলে তাদের ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে নেত্রকোনার বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সিভিল সার্জন সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোর্শেদ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ্ মো. আব্দুল কাদির প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন।

About Post Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *